বরিশাল নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগমছবি: সংগৃহীত
সর্বশেষ পরিষদের প্যানেল মেয়র ৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী
কাউন্সিলর ছিলেন। পুলিশ জানায়, গত ৪ আগস্ট বরিশাল নগরের সদর রোডে বিএনপির দলীয়
কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় ২২ আগস্ট নগর বিএনপির আহ্বায়ক
মনিরুজ্জামান খান বাদী হয়ে কোহিনূর বেগমসহ ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে
অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। এ ছাড়া বিএনপির
নেতা-কর্মীদের করা আরও তিনটি মামলার আসামি কোহিনূর। বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার
মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সাবেক দুই সিটি মেয়র সেরনিয়াবাত
সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম
জাহাঙ্গীরকেও আসামি করা হয়েছে। এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে সিটি
করপোরেশনের ৯ জন সাবেক কাউন্সিলর ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
কারাগারে আছেন।
0 Comments