Advertisement

BRAKING NEWS //সাবেক আইজিপি এনামুল হকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

‘আ পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মিলনায়তনে, ১৪ ডিসেম্বর ২০২৪ছবি : ডিএমপি নিউজের সৌজন্যে

 পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এম এনামুল হকের আত্মজীবনীমূলক বই ‘আ পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মিলনায়তনে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে আইজিপি বাহারুল আলম সভাপতিত্ব করেনপুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সাবেক আইজিপি এম এনামুল হক বলেন, ‘সত্য কথা বলার চেয়ে বড় কাজ কিছু নেই। আমাদের পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’ নিজের লেখা বই সম্পর্কে তিনি বলেন, ‘বইটিতে আমার পরিবার, চাকরিজীবনের নানা ঘটনা এবং দেশে-বিদেশের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।’

Post a Comment

0 Comments