BRAKING NEWS //‘দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না’
বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যে ষড়যন্ত্র চলছে, তা কখনো সফল হবে না। সাম্প্রদায়িক উসকানিতে পা দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে।আজ রোববার বিকেলে চট্টগ্রাম নগরে আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন উপস্থিত বক্তারা। নগরের কলেজিয়েট রোডে অবস্থিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ।
এতে চট্টগ্রাম নগরের সব ধর্মের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ধর্মীয় গুরু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) কামাল উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন।চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আমরা ক্লিন সিটির কথা বলছি। এটি শুধু নালা-নর্দমা পরিষ্কার করা নয়; এর অর্থ, আমাদের মনে যে ময়লা রয়েছে, সেটিও পরিষ্কার করা। এ দেশ আমাদের সবার, সবাইকে মিলেই একসঙ্গে থাকতে হবে। আমরা চাই, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক।’
সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগরের আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে থেকে বাংলাদেশে উসকানি দেওয়া হচ্ছে, কিন্তু তা বাস্তবায়িত হবে না। কারণ, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনারা যাঁর যাঁর ধর্ম পালন করেন। প্রয়োজনে আমরা আপনাদের সহযোগিতা করব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনির, সহকারী মহাসচিব জাফর আহমদ, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর, নব পণ্ডিত বিহারের অধ্যাপক উপানন্দ মহাথের, বৌদ্ধ ধর্মীয় নেতা পি কে বড়ুয়া, ইলমার প্রধান নির্বাহী জেসমিন আরা সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ প্রমুখ।
0 Comments