Advertisement

BRAKING NEWS //এক মঞ্চে অর্ণবের সঙ্গে জনপ্রিভিডিওয় সব ভারতীয় শিল্পী, নতুন করে আলোচনায় পুরোনো গানের

 

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক মঞ্চে অর্ণবের সঙ্গে জনপ্রিয় সব ভারতীয় শিল্পীছবি : সৌরেন্দ্র ও সৌম্যজিৎ এর ফেসবুক পেজ থেকে
ছয় মাস আগের একটি গানের ভিডিও হঠাৎ করে আলোচনায়। ভারতের কিংবদন্তি মোহাম্মদ রাফি ও আশা ভোসলের গাওয়া ‘আভি না যাও ছোড় কার’ শিরোনামের এই গানটি সৌরেন্দ্র ও সৌম্যজিৎ জুটির উদ্যোগে নতুনভাবে তৈরি হয়েছে। মোহাম্মদ রাফির প্রতি সম্মান জানিয়ে এই গানে একই সঙ্গে ভারতের খ্যাতনামা সব শিল্পীর সঙ্গে দেখা গেছে বাংলাদেশের অর্ণবকে। তিন দিন আগে সৌরেন্দ্র–সৌম্যজিৎ নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গানটি আবার প্রকাশ করা হয়। এরই মধ্যে তিন হাজারের মতো মানুষ গানটি শেয়ার করেছেন।

গান গাইছেন অর্ণব ও লোপামুদ্রা মিত্র
ছবি : সৌরেন্দ্র ও সৌম্যজিৎ এর ফেসবুক পেজ থেকে


বাংলাদেশের অর্ণব ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন ওস্তাদ আমজাদ আলী খান, পাপন, শ্বেতা মোহন, শংকর মহাদেবন, ঊষা উত্থুপ, শোভা মুদগল, রেখা ভরদ্বাজ, লোপামুদ্রা মিত্র, অনিন্দ্য ব্যানার্জি প্রমুখ। গানটির মন্তব্যকারীদের মধ্যে শ্রাবণী চক্রবর্তী নামের একজন সৌরেন্দ্র ও সৌম্যজিৎ প্রসঙ্গে লিখেছেন, ‘তোমাদের প্রতিটি সংগীতায়োজন মুগ্ধ করে দেয়। দুজন বাঙালি ছেলে এ রকম অসাধারণ কাজ করছ দেখে সত্যিই ভীষণ গর্বিত বোধ করি।’  

২১ জুন সংগীত দিবস উপলক্ষে সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটির উদ্যোগে আয়োজনের পোস্টার
ছবি : সৌরেন্দ্র ও সৌম্যজিৎ এর ফেসবুক পেজ থেকে


২১ জুন সংগীত দিবস উপলক্ষে সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটির উদ্যোগে এই আয়োজনের অনন্য সাক্ষী হয়েছিল সেদিন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আগত অতিথিরা।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক মঞ্চে অর্ণবের সঙ্গে জনপ্রিয় সব ভারতীয় শিল্পী
ছবি : সৌরেন্দ্র ও সৌম্যজিৎ এর ফেসবুক পেজ থেকে

‘আভি না যাও ছোড় কার’ গানটি ১৯৬১ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘হাম দোনো’ ছবিতে ব্যবহৃত হয়। গানটির কথা লিখেছেন শাহির লুধিয়ানভি, সংগীত পরিচালনা করেন জয়দেব। ‘হাম দোনো’ ছবির পরিচালক অমরজিত। বাংলাদেশি সংগীতশিল্পী সুজিত মুস্তাফা এই ভিডিও শেয়ার করে লিখেছেন, মোহাম্মদ রাফির প্রতি শ্রদ্ধা।’ ঐশ্বর্য ইসলাম নামের একজন ভালোবাসার ইমোজি দিয়ে গানটি শেয়ার করে লিখেছেন, ‘চোখে পানি চলে আসছে, এত্ত সুন্দর!’

Post a Comment

0 Comments