BRAKING NEWS সুষ্ঠু নির্বাচনে বড় ঘাটতি আস্থার অভাব,,,,
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর। তবে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি নির্বাচনব্যবস্থার ওপর মানুষের আস্থার অভাব। আজ বুধবার নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠকে এ বক্তব্য উঠে আসে।
বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনে ঘাটতির জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছে। ঘাটতির জায়গাগুলো সবার জানা।সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় ঘাটতি কী, এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে নির্বাচনব্যবস্থার ওপর আস্থার ঘাটতি। সেটা ফিরিয়ে আনতে হবে।
কীভাবে সেটা সম্ভব, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এটি একটি সামষ্টিক বিষয়। একলাইনে এটা বলা সম্ভব নয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের পথনকশা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের পথনকশার সঙ্গে কতগুলো জাতীয় উদ্যোগ, সংস্কার কার্যক্রম, ইসির অভ্যন্তরীণ প্রস্তুতির বিষয় রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কীভাবে হওয়া উচিত, নির্বাচন ভালোভাবে করার জন্য কী করণীয়—এসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
নির্বাচন কমিশনhttps://www.profitablecpmrate.com/k7csvyiu?key=0829848af76137dd9ab88444181f9a17
0 Comments