৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল।এখানে শো চলাকালীন হঠাৎই আল্লু অর্জুন সবাইকে চমকে দিতে তাঁর নিরাপত্তাকর্মীসহ হাজির হয়েছিলেন। এদিনের প্রিমিয়ার শো ভিড়ে ঠাসা ছিল। আল্লু অর্জুন হঠাৎই আসার ফলে তাঁকে একঝলক দেখার জন্য প্রেক্ষাগৃহের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আর তখন ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী।‘পুষ্পা ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
0 Comments