Advertisement

[NEWS]তুষার–ছোড়ার খেলায় মেতেই লিভারপুল–ইউনাইটেডের পার্থক্য বুঝিয়ে দিলেন নেভিল ও ক্যারাঘার

অ্যানফিল্ডের তুষার পরিস্কার করছেন এক মাঠ কর্মীরয়টার্স

দৃশ্যটা প্রতীকী। প্রথম দেখায় মজার কিছুই মনে হবে। দুই ক্লাবের দুই কিংবদন্তি ফুটবলার বেলচা হাতে একে অপরের দিকে তুষার ছুড়ে দিচ্ছেন। একটু ভালোভাবে দেখলে বোঝা যাবে, তাঁরা আসলে একে অপরের দিকে ছুড়ছেন না। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল বেলচা দিয়ে সাইডলাইন থেকে তুষার ফেলছেন মাঠের বাইরে।

আর সেই তুষার মাঠ পরিষ্কার করার উদ্দেশ্যে বাইরে ছুড়ে ফেলবে লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘার। সাদা চোখে, এই দৃশ্যটিকে দুই সাবেক ফুটবলার খুনসুটি হিসেবে দেখলেও, এর মধ্যে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা। যে বাস্তবতায় আজ রাতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের।

অতিরিক্ত তুষারপাতের কারণে আজ সারা দিনই অ্যানফিল্ডে লিভারপুল-ইউনাইটেড ম্যাচ ঘিরে ছিল শঙ্কা। তুষারে ঢেকে গিয়ে অ্যানফিল্ডের সবুজ ঘাসও হয়ে গিয়েছিল ধবধবে সাদা। ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কার ভেতরই বেলচা হাতে মজার কাণ্ড করতে দেখা যায় নেভিল ও ক্যারাঘারকে।নেভিল হয়তো আশা করছেন কোণঠাসা হয়ে থাকা ইউনাইটেড এই ম্যাচ না খেলুক, অন্য দিকে ক্যারাঘারের চাওয়া  ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমে লিভারপুলের আরেকটি দাপুটে জয়। যা লিভারপুলকে এগিয়ে দেবে শিরোপা জয়েও।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারাঘারের ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে। একাধিক বৈঠক শেষে ম্যাচ নিয়ে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে দুই ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, ‘আজ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি পরিকল্পনা অনুযায়ীই মাঠে গড়াবে।

ইউনাইটেডের বর্তমান অবস্থা এমন শোচনীয় যে, আজকের ম্যাচটা বোধ হয় না খেলতে পারলেই তাঁরা বাঁচে। লিভারপুলের চেয়ে ১৩ ধাপ ও ২৩ পয়েন্টে পিছিয়ে থাকার বিষয়টি তো আছেই, সঙ্গে যোগ করা যেতে পারে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানকেও। সর্বশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতেই লিভারপুলকে হারাতে পেরেছে ইউনাইটেড।

Post a Comment

0 Comments